আগে কেনাকাটা করতে হলেই মানুষ ঢাকায় যেতো, এখন থেকে আর ঢাকায় যেতে হবে না। এমন প্রদক্ষেপের মাধ্যমে এখন নারায়ণগঞ্জেই থাকবে, এই ধরণের প্রতিষ্ঠান আরও বাড়লে উল্টো নারায়ণগঞ্জে ছুটে আসবে মানুষ।
সাউথ কোরিয়ার ফ্যাশন-ফিউশন ব্যান্ড ‘ইওইওসো’ এবং ‘রোয়ার’ এর নারায়ণগঞ্জ আউটলেট শনিবার (৩ সেপ্টেম্বর) উদ্বোধন কালে এ কথা গুলো বলছিলেনমহিলা সংস্থার নারায়ণগঞ্জ জেলার চেয়ারম্যান সালমা ওসমনা লিপি।
ইওইওসো বাংলাদেশ লিমিটেডের ম্যানিজিং ডিরেক্টর মোনজারিন জামান ও ফ্যাশেন ব্যান্ড ‘রোয়ার’ এর সিইও মাহির হারুনের প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠানটি ব্যান্ডের কিন্তু মূল্য সিমিত। যে কেউ ক্রয় করতে পারবে। তাই আমি বলবো নারায়ণগঞ্জকে ওরা আপডেট করছে পুরো বাংলাদেশের কাছে। এমন করতে করতে বাংলাদেশ আপডেট হবে সারাবিশ্বের কাছে। তাই আমি ওদের জন্য অনেক দোয়া করে যাচ্ছে।
ফকির এ্যাপারেল লিমিটেডের সহপ্রতিষ্ঠান হিসেবে নগরীর কালীরবাজার স্বর্ণপট্টির মোড়ের ‘আমান ভবন’ এর ২য় তলায় শাখা খুলছে।
সালমা ওসমনা লিপি বলেন, ওদের ক্রেটিভিটি নিয়ে আমার প্রত্যাশা ও আশা ওরা আরও এগিয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলো ফকির এ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির মনিরুজ্জামান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. বুলবুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৪ সালে YOYOSO (BD) LTD নামের প্রতিষ্ঠানটি যাত্রা শুরু হয় সাউথ কোরিয়ার। বর্তমানে চীন, আমেরিকা, স্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, অমেক্সিকো, বাহরাইন, ব্রুনেই, জর্জিয়া, কুয়েত, ভারত, দক্ষিণ আফ্রিকা, হাঙ্গেরি, মঙ্গোলিয়া, ব্রাজিল, গুয়াতেমালা, ইকুয়েডর, ফ্রান্স, রাশিয়া, ইরাক, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, স্পেন, কাজাখস্তান, আজারবাইজান, পাকিস্তান, কানাডা, নেপাল, পর্তুগাল, কাতার, কলম্বিয়াৎসহ বিশ্বের ৪০ দেশের ৩৮০ টিরও বেশি শহরে ইওইওসো লি. এর আউটলেট আছে। প্রতিষ্ঠানটিকে ২০২০ সালের জুন মাসে বাংলাদেশে নিয়ে এসেছেন ইওইওসো বাংলাদেশ লিমিটেডের ম্যানিজিং ডিরেক্টর মোনজারিন জামান। বর্তমানে ঢাকার বনানী ও যমুনা ফিউচার পার্কে ইওইওসো বাংলাদেশের দু’টি আউটলেট রয়েছে। তৃতীয় আউটলেট হলো নারায়ণগঞ্জে।