রুদ্রবার্তা২৪.নেট: ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। বুধবার (২৩ জুন) সকালে নগরীর ২নং রেলগেইট সংলগ্ন বঙ্গবন্ধু চত্ত¡রে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
সিটি মেয়র সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আসাদুজ্জামান, নাসিক কাউন্সিলর কবির হোসাইন, ফয়সাল সাগর, নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, মিনোয়ারা বেগম, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরন, শ্যামল পাল প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। কোভিড পরিস্থিতিতে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহŸান জানিয়ে তিনি বলেন, ‘সরকার সব চিন্তা-ভাবনা করেই এই লকডাউন ঘোষণা করেছেন। মানুষ এখন করোনাকে ভয় পায় না বলেই এত লোকজনের চলাচল। আপনারা সবাই স্বাস্থ্যবিধি মানবেন, মাস্ক পরবেন এবং সরকার যেসব নির্দেশনা দিয়েছে তা সবাই মেনে চলবেন। কারণ সরকার আমাদের ভালোর জন্যই এই নির্দেশনাগুলো দিয়েছে এবং আমাদের নিজেদের এবং অন্যের ভালোর জন্যে তা মেনে চলতে হবে।’