আইনজীবী সমিতির ভবনের নামকরণ করা হবে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের নামে। আর এ নিয়েই নারায়ণগঞ্জে আইনজীবীদের দু‘টি গ্রুপ মুখমুখি অবস্থান ছিল। উদ্বোধনের একদিন পূর্বে সেই অবস্থান বাকবিতন্ডায় রূপ নিয়েছে।
নারায়ণগঞ্জের আদালতপাড়া বুধবার (৩০ নভেম্বর) এই বিষয়টি নিয়ে বেশ উত্তপ্ত ছিল। আগামীকাল ১ ডিসেম্বর কি হবে? শঙ্কিত রয়েছে সাধারণ আইনজীবীরা।
নারায়ণগঞ্জের সাধারণ মানুষের কাছে ভরসার প্রতিষ্ঠান আইনজীবী সমিতি। সম্প্রতি নারায়ণগঞ্জের আদালত পাড়ায় আইনজীবী সমিতির নতুন ভবন নির্মাণ করা হয়েছে। ভবনটি নির্মাণে ব্যয় হওয়া অর্থের ৩ কোটি টাকা দিয়েছে বাংলাদেশের পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমইএ‘র সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। তাই আওয়ামী লীগপন্থী আইনজীবীরা ভবনটির নামকরণ সেলিম ওসমানের নামে করতে চাইছেন। এরই মধ্যে ১ ডিসেম্বর উদ্বোধনের তারিখ ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে বার্ষিক ভোজ সভার আয়োজন করেছেন। কিন্তু বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নারায়ণগঞ্জ শাখা থেকে প্রতিবাদ জানানো হয়েছে। সংবাদ সম্মলন করতে গিয়ে বাকবিতন্ডায় জড়িয়েছে দুই আইনজীবীরা।
বিএনপিপন্থী আইনজীবীদের দাবি বাংলাদেশের ৬৭টি আইনজীবী সমিতি কোথাও কোন ব্যক্তির নামে আইনজীবী সমিতির ভবনের নামকরণ করা হয়নি। কিন্তু নারায়ণগঞ্জে সেলিম ওসমানের নামে ভবনটির নামকরণ করা অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়।
এ ব্যাপারে বিএনপিপন্থী আইনজীবী ও সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান জানান, এখন আর এই আইনজীবী সমিতি, আইনজীবী সমিতিতে নাই। এটা এখন ব্যক্তি প্রতিষ্ঠানে এসে দাঁড়িয়েছে। সেই ব্যক্তির পূজা করার কারণে সারাবাংলাদেশে কোথাও আইনজীবী সমিতির ভবন ব্যক্তির নামে না থাকলেও একমাত্র নারায়ণগঞ্জে হতে যাচ্ছে। আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদ অব্যহত থাকবে।
তবে, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল বলেন, আমরা ১৪০০ আইনজীবীদের ভোটে নির্বাচিত হয়েছি। সেই নির্বাচনে ইসি কমিটি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে ব্যক্তিটায় বিনা স্বার্থে আইনজীবীদের জন্য কোটি কোটি টাকা দিয়েছেন তার নামে এই বিল্ডিং ভবনটা হোক। আইনজীবীরা অকৃতজ্ঞ না। আইনজীবীরা কৃতজ্ঞতা জানাতে জানে। আমরা তাকে সম্মানিত করেছি। তারপরই ইজিএমে এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে। সেখানে এ বিল্ডিং এর নাম প্রস্তাবনা করা হয়েছিল। সেই সময় সর্বসম্মতিক্রমে সব আইনজীবীরা বলেছিলেন পাশ। আজকে যারা সংবাদ সম্মেলন করেছিলেন আপনারও তো সেদিন সেখানে বসা ছিলেন। আজকে আপনারা কথা বলছেন কেন? কই সেদিন তো আপনারা ইজিএমে কোন কথা বলেননি। আপনারা কি চান না যে আইনজীবীরা তিনতলায় বসুক। আপনারা কি চান না বারে একটা লাইব্রেরি হোক, মহিলা আইনজীবীদের জন্য কমন রুম হোক। কেন বৃহস্পতিবার বিল্ডিং এর উদ্বোধন আর আজকে আপনারা বিরোধিতা করছেন।