অবৈধ স্ট্যান্ড ও পরিবহনের বিরুদ্ধে অভিযানে নামার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাহমুদুল হক। তিনি বলেছেন, আগামীকাল থেকে রুট পারমিট ছাড়া গাড়ি দেখলেই ডাম্পিংয়ে দিয়ে দেব৷ রুট পারমিট ছাড়া কোনো গাড়ি নারায়ণগঞ্জে ঢুকবে না। নারায়ণগঞ্জে কতটি গাড়িকে রুট পারমিট দেওয়া যায় এবং কতগুলো দেওয়া হয়েছে এটা নিয়ে আমরা কাজ করছি। গত পাঁচ মাসে সাড়ে চারশো গাড়িকে জরিমানা করা হয়েছে। শহরে অবৈধ স্ট্যান্ড আমরা থাকতে দেব না। কালকে থেকে আমাদের টিম যাবে। আগামীকাল থেকে অভিযান পরিচালনা করবো অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করার জন্য।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের যানজট ও ফুটপাত দখল সমস্যার সমাধানে গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
ডিসি বলেন, অটোরিকশার ব্যাটারি কোথায় চার্জ হচ্ছে এবং বিক্রি হচ্ছে এটার খবর দিন। আমাদের কঠোর হওয়া ছাড়া উপায় নেই। আমরা অটোরিকশা তৈরির কারখানাগুলোই বন্ধ করে দেব। গোয়েন্দা সংস্থা ও পুলিশকে এগুলোর খোঁজ নিতে হবে।
তিনি আরও বলেন, অফিসে যাওয়ার সময় অন্তত ২০টি গাড়িকে জরিমানা করেছি। গাড়ির মালিক নারায়ণগঞ্জের না হলে মানুষের চলাচল বিঘ্নিত করে যাত্রী তুলবে এটা মেনে নেওয়া যায় না। আমি অনুরোধ করবো অটোরিকশাচালক ও হকারদের আইডি কার্ড নিতে। এদের মধ্যে নারায়ণগঞ্জের কয়জন আছে এটা আমাদের দেখতে হবে৷ নারায়ণগঞ্জের মানুষ হলে, অবশ্যই পুনর্বাসন করা হবে। তবে বাইরের জেলার লোক এসে রাস্তা দখল করে বিজনেস করবে এটা হতে দেওয়া যায় না।
আগামী ১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষার শুরুর আগেই শহরকে পরিচ্ছন্ন করতে হবে বলে মত দেন ডিসি।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু’র সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) আমির খসরু, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর ও বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মো. শামসুল কবীর প্রমুখ।
আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।