সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে বড় বড় অপরাধ, অনিয়ম আটকে দেন। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখায় সমাজের অসঙ্গতি যেমন বন্ধ হয় ঠিক তেমনি অপসাংবাদিকতার হাত থেকে সাংবাদিকতাকে রা করে সমাজকে বাঁচাতে হবে।
বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ফতুল্লা প্রাইমারি স্কুল মাঠে ফতুল্লা রিপোর্টার্স কাবের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফুল্লাহ বাদল এসব কথা বলেন।
ফতুল্লা রিপোর্টার্স কাবের সভাপতি কাজী আনিসুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম. শওকত আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন, ফতুল্লা থানা আওয়ামী লীগের ১নং সদস্য ও ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরিফুল হক, ফতুল্লা রিপোর্টার্স কাবের সাবেক সভাপতি রণজিৎ মোদক, ফতুল্লা রিপোর্টার্স কাবের সাধারণ সম্পাদক মনির হোসেন, ফতুল্লা প্রেসকাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম।
ফতুল্লা রিপোর্টার্স কাবের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিবের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা রিপোর্টার্স কাবের সহ-সভাপতি আশরাফুল হক আশু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, অর্থ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন শুভ, দপ্তর সম্পাদক এম. আর. জয়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক ফজলুল হক পলাশ, কার্যকরী সদস্য জামিল হোসেন, মেহেদী হোসেন প্রমুখ।