বলিউড অভিনেত্রী রুহানি শর্মার ‘আগ্রা’ ছবিটি মুক্তি পায়নি। তবে গত বছর কান চলচ্চিত্র উৎসবে দারুণ প্রশংসিত হয়। কিন্তু এরপরই ঘটে বিপত্তি। সিনেমার কিছু অন্তরঙ্গ দৃশ্য অনলাইনে ফাঁস হয়। এরপর রুহানি শর্মা ট্রলের শিকার হন। এ সময় তার মানসিক অবস্থা কী হয়েছিল, তা নিয়ে ইনস্টাগ্রামে বিবৃতি প্রকাশ করেন তিনি।
রুহানি লিখেছিলেন, ‘কাজের প্রতি দায়বদ্ধ থাকা, অনেক নির্ঘুম রাত, নানা ধরনের বাধাবিপত্তি; সব মিলিয়ে একটা সিনেমায় অভিনয় খুবই চ্যালেঞ্জিং। ফলে কিছু দৃশ্য দেখে আপত্তিকর মন্তব্য করা খুবই দুর্ভাগ্যজনক। আমি নিজের সিনেমা পছন্দ নিয়ে খুশি, যা করেছি সে জন্য গর্বিত।’ অভিনেত্রী আরও লিখেছিলেন, অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার পর বিদ্রƒপের শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
২০১৭ সালে তামিল ছবির হাত ধরে বড় পর্দায় প্রথম অভিনয়ের সুযোগ পান রুহানি। এরপর দেখা যায় আরও কয়েকটি দক্ষিণি সিনেমায়। এর মধ্যে ‘হিট : দ্য ফার্স্ট কেস’ দিয়ে আলোচনায় আসেন। ২০১৯ সালে করেন জি-ফাইভের সিরিজ ‘পয়জন’। ২০২৩ সালে ‘আগ্রা’ করার পর সমালোচকদের কাছে তার গ্রহণযোগ্যতা বেড়ে যায়। তার বেশকয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।