স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে।
গতকাল সোমবার উপজেলা আওয়ামীলীগ , বিভিন্ন সংগঠন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।
সকালে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ।
এছাড়াও শোক দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম-আহ্বায়ক সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. মাসুদুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, আওয়ামীলীগ নেতা মাহফুজুর রহমান কালাম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, অধ্যাপক আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, পৌরসভার মেয়র পদপ্রার্থী এ্যাড. ফজলে রাব্বি, মেয়র পদপ্রার্থী নাসরিন সুলতানা ঝরা, সাবেক ছাত্রলীগ নেতা শাহ মোহাম্মদ সোহাগ রনি, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল, আওয়ামীলীগ নেতা আহসান হাবিব টিপু, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলু, হাজী কামাল হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজিব এবং পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা।