শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সোনারগাঁয়ের সাদিপুর ও জামপুর ইউনিয়নে এরফান হোসেন দীপের উদ্যোগে শোক দিবস পালন

  • আপডেট সময় সোমবার, ২২ আগস্ট, ২০২২, ৩.১৮ এএম
  • ১৮২ বার পড়া হয়েছে

তুহিন : সাবেক সংসদ সদস্য মোবারক হোসেনের ছেলে ও মোবারক স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ এর উদ্যোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ও সাদিপুর ইউনিয়নে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও তার পরিবারের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।

শনিবার দুপুরে জামপুর ইউনিয়নের আমবাগ এলাকায় ও সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান পাড়ায় এ দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়।

জামপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠন কর্তৃক আয়োজিত জামপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মতিন ভ‚ঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেনের পুত্র ও মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আহসান হাবীব টিপু ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আনোয়ার হোসেন, বারদী ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা দেওয়ান আক্তারুজ্জামান, দেওয়ান হারুন অর রশীদ, দেওয়ান মনিরুজ্জামানসহ অন্যান গণ্যমান ব্যক্তিবর্গ।

একই দিন বিকেলে সাদিপুর ইউনিয়নেও এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

সাদিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মাইনুদ্দিনের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেনের পুত্র ও মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আফাজ উদ্দিন, জামাল উদ্দিন, ফিরোজ ভান্ডারি, জয়নাল আবেদীন, ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি করিম মিয়া, সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা নয়ন ভূঁইয়া, জাকির হোসেন, মুজাফফর, রমজান, মাসুম হোসাইন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবু বক্কর, শফিকুল, শাকিবসহ ইউনিয়ন আওয়ামীলীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে অসহায় দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort