বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন

সোনারগাঁয়ে আমান সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • আপডেট সময় সোমবার, ১৬ জুন, ২০২৫, ২.৪৭ পিএম
  • ৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ সোনারগাঁয়ে আমান সিমেন্ট কোম্পানির সৃষ্ট শব্দ দূষণ, বায়ু দূষণ ও ভূ-কম্পন থেকে রক্ষা পেতে ওই এলাকার আট গ্রামের মানুষ রাস্তা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

গতকাল রবিবার দুপুরে বৈদ্যেরবাজার ইউনিয়নের উলুকান্দি এলাকায় আমান সিমেন্ট কোম্পানির মেইন গেইটের সামনের রাস্তায় অবস্থান নিয়ে মোবারকপুর, মামরকপুর, নগরজোয়ার, রায়পুর, উলুকান্দি, দাউদেরগাঁও, সোনাময়ী ও খংসারদী গ্রামের বাসিন্দারা প্রায় আড়াই ঘন্টা ধরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

এ সময় বারদী থেকে মোগরাপাড়া চৌরাস্তা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটের খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সেখানে তাদের সামনেই দীর্ঘ যানজটে আটকে থাকা পরিবহন যাত্রীদের সাথে অবরোধকারীদের তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে সোনারগাঁ থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধকারীরা রাস্তা থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ভূক্তভোগীরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমরা বাঁচতে চাই, আমাদের পরবর্তী প্রজন্মকেও বাঁচাতে চাই। দীর্ঘদিন ধরে আমান গ্রুপের ভয়াবহ শব্দ দূষণ ও ভূ-কম্পনের কারণে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচন্ড শব্দ দূষণের কারণে ছেলে-মেয়েদের লেখাপড়ার সমস্যা হচ্ছে, শব্দ দূষণে মসজিদের আযান শুনতে পাওয়া যায় না, কারো বাড়ীতে চুরি, ডাকাতি হলে তাদের আত্মচিৎকার শুনতে না পাওয়ার কারনে চোর-ডাকাতরা নির্বিঘ্নে চুরি-ডাকাতি করে যাচ্ছে দিনের পর দিন। শব্দ দূষণের কারণে কেউ এলাকায় বিয়ের সম্পর্কও করতে চায় না। এছাড়াও কোম্পানির শব্দ দুষণ, বায়ু দুষণ ও ভূ-কম্পনের ফলে স্থানীয় বাসিন্দারা মাথা ব্যাথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। প্রচন্ড ভূ-কম্পনের ফলে বাড়ি-ঘরে ফাটল দেখা দিয়েছে এবং বায়ু দূষণের ফলে আশেপাশের গাছপালা ও ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না। এলাকাবাসী আরও জানান, তাদের এই সমস্যা সমাধান না হলে এই প্রতিবাদ অব্যাহত থাকবে।

এ ব্যাপারে আমান সিমেন্ট কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার নাদিরুজ্জমান বলেন, সকল নিয়ম-কানুন মেনেই আমান গ্রুপ এখানে তাদের কার্যক্রম পরিচালনা করছে। একটি মহল পরিকল্পিত ভাবে কোম্পানির বিরুদ্ধে এ আন্দোলনে ইন্ধন দিচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com