বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৫ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (৯ জুন) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গত বৃহস্পতিবার (৮ জুন) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার মাহমুদনগর এলাকার আব্দুল আলী মিয়ার ছেলে মোখলেছুর রহমান (৪০) বন্দর ঝাউতলা এলাকার আব্দুল মজিদ বেপারী ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শাহ আলম (৩৭) উত্তর নোয়াদ্দা এলাকার মোঃ আলী মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইকবাল হোসেন (৩৫) তবলপাড়া এলাকার নুরুল ইসলাম মুন্সি ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আজহারুল ইসলাম (৪১) ও চাপাতলী এলাকার বদিউল আলম বদু মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সাগর বেপারী (৩২)।