মীম আক্তার নামের ১৪ বছর বয়সী কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফতুল্লার পাগলা রসুলপুর এলাকা থেকে শুক্রবার বিকালে লাশটি উদ্ধার করা হয়।
মিম আক্তার ওই এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়তেন।
কোন বিষয় নিয়ে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে স্থানীয়রা। পরে খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের উপ পরিদর্শক আঃ রউফ লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।