রুদ্রবার্তা২৪.নেট: বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়। রোববার (৪ জুলাই) দুপুরে সদর উপজেলার দ্বীগুবাবুর বাজার ও পিলকুনি এলাকায় অভিযানে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এর নেতৃত্বে অভিযানে শিশুর দুধের প্যাকেটের গায়ে আমদানীকারকের ঠিকানা ও মূল্য তালিকা না থাকার কারনে মেসার্স চৌধুরী ট্রের্ডাসকে ১০ হাজার এবং অবৈধভাবে খাদ্যসামগ্রী তৈরী, প্যাকেটের গায়ে মূল্যতালিকা না থাকার অপরাধে জাহিদ ফুড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক সোহেল আক্তার এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।