শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আজ থেকে ১০ দফা আন্দোলনের শুরু: এড. সাখাওয়াত

  • আপডেট সময় রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৩.৩০ এএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, ১০ ডিসেম্বর ঢাকা থেকে যে ১০ দফা আন্দোলনের ঘোষনা দিয়েছে সে দশ দফার সর্মথনে আজ থেকে আন্দোলন শুরু হলো। আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে এ সরকারকে বিদায় করে জনগনের সরকার প্রতিষ্ঠিত করবো।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে শহরের মিশনপাড়ার হোসিয়ারি সমিতির সামনে আয়োজিত গণ-মিছিলে তিনি এসব কথা বলেন।

বিএনপির ১০ দফা বাস্তবায়ন ও বেগম খালেদা জিয়া এবং দলের মহাসচিব ও যুগ্ম মহাসচিবসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি হিসে এই গণ-মিছিলের আয়োজন করে নারায়েণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি।

এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আজকে সারা দেশের মানুষ এ সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে। এ সরকারের সকল অন্যায়ের বিরুদ্ধে আমাদের দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এ সরকার গনতন্ত্র ও ভোটের অধিকার হরণ করে জোরপূর্বক ক্ষমতায় আছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম, বিএনপির সহ-আন্তর্জাতিক বিয়ষক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, শহিদুল ইসলাম টিটু, মাসুকুল ইসলাম রাজীবসহ যুবদল, মহিলাদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, তাতীদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort