
নূর এ আজাদ, ষ্টাফ রিপোর্টার: অনেকদিন পার হলেও রাস্তার ভাঙ্গা অংশ মেরামতে কেউই এগিয়ে আসেনি। অবশেষে ১৩ নভেম্বর বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পশ্চিম দিকের (খানপুর) ভূমি অফিসের পিছনের রাস্তা ও নারায়ণগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) অফিসের প্রধান ফটকের সামনে পানি জমে থাকা ডালু জায়গা ইটের খোয়া (শুরকি) দিয়ে রাস্তা মেরামত করেলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে তার ছোট ভাই প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেলের নেতৃত্বে বাবুলের কর্মী বাহিনী।
জহির আহমেদ সোহেল বলেন, আমার বড় ভাই আবু জাফর আহমেদ বাবুলের নির্দেশে নারায়ণগঞ্জের আনাছে কানাচে যে সমস্যাগুলো আছে, সামাজিক কাজগুলো আমাদের চোখে আসা মাত্র সমাধানের চেষ্টা করি, ভবিষ্যতেও জনস্বার্থে আমাদের এই কাজগুলো অব্যাহত থাকবে।
স্থানীয় লোকজন জানান, ড্রেনেজের সুব্যবস্থা না থাকায় বৃষ্টিতে রাস্তার ওই অংশটি দিয়ে পানি জমে থাকার কারণে ভেঙ্গে গর্ত তৈরি হয়েছে। ফলে ওখান দিয়ে রিকশা-ভ্যানসহ মানুষজনের চলাচল বিঘ্নিত হয়। জনগুরুত্বপূর্ণ একটি ভাঙ্গাচোরা রাস্তার মেরামত কাজ করে চলাচলের উপযোগী করে দিলেন সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুল। এতে করে প্রতিদিন ওই রাস্তায় চলাচলকারী জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসবে। তাছাড়া কাঁদা ময়লা থেকে জনগন অন্তত রক্ষা পাবে।
এসময় উপস্থিত ছিলেন, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বরকতুল্লাহ, সহ সভাপতি মাহবুব খান, ১৩ নং ওয়ার্ড বিএনপি নেতা এহসান বাপ্পা, মহানগর কৃষক দলের সহ সভাপতি ফিরোজ খান, বিএনপি নেতা মাসুদুর রহমান মাসুদ, রফিক মিয়া, তাহসিন মাহমুদ রকি প্রমুখ।
স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, আনিসুর রহমান, সুমন খান, কাউসার আহমেদ।