রুদ্রবার্তা২৪.নেট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল, সাইনবোর্ড, কাঁচপুর এলাকায় যানজট থাকার কারণে বুধবার (১৪ জুলাই) সকাল থেকেই চাপ পড়েছে হাজীগঞ্জ-নবীগঞ্জ ফেরিঘাটে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রুটে চলাচল করা প্রায় সব গাড়ি এখন এই ফেরিঘাট দিয়ে যাতায়াত করার কারণে চাপ পড়েছে হাজীগঞ্জ-নবীগঞ্জ ফেরিঘাটে। যার ফলে চাষাড়া-আদমজী সড়কের কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
তীব্র এই যানজটের ফলে শত শত মালবাহী গাড়ির পাশাপাশি ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ ও কোরবানির পশুবাহী ট্রাকচালকরা।
উল্যেখ্য, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ ব্রিজের লেনটির পাত ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্রিজের পাতটি তুলে চলছে ঢালাইয়ের কাজ। মঙ্গলবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত ব্রিজের উভয় লেন বন্ধ রেখে চলার কথা এই মেরামতের কাজ।