রুদ্রবার্তা২৪.নেট: সোনারগাঁয়ে পণ্যবাহী লরি তল্লাশি করে ১৫ কেজি গাঁজা ও ৯৮ হাজার ৮০০ টাকা উদ্ধারসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার আষাঢ়িয়ারচর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- লরিচালক চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন পশ্চিম হোসেন আহম্মেদপাড়া এলাকার মো. আবদুস সাত্তারের ছেলে ইয়াছিন আরাফাত ও চালকের সহকারী একই এলাকার মৃত আবদুল খালেকের ছেলে মো. ইকবাল খলিল (৩১)।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এসব তথ্য জানায়।
র্যাব জানায়, সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে চট্টগ্রাম থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি লরি তল্লাশি করা হয়। পরে সেখান থেকে গাঁজা এবং মাদক কেনাবেচার নগদ টাকা উদ্ধার করা হয়। আসামিরা পরস্পর যোগসাজশে পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত লরির চালক ও সহকারীর ছদ্মবেশে অভিনব পদ্ধতিতে চট্টগ্রাম থেকে গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।