রুদ্রবার্তা২৪.নেট: সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা টিকা কেন্দ্রে সাধারন মানুষের চরম ভোগান্তিতে পড়ছে। স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯, করোনা ভাইরাসের টিকা নিতে আসা ব্যাক্তিদের অস্বাস্থ্যকর পরিবেশ ও বিশৃঙ্খলতার মধ্যে ঘণ্টার পর ঘন্টা দাড়িয়ে থেকেই টিকা নিতে হচ্ছে।
বৃহস্পতিবার (১২ আগষ্ট) সকাল থেকে শত শত মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইন বিচ্যুতি অবস্থায় দাড়িয়ে থাকতে দেখা যায়। এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে একাধীকবার সংবাদ প্রকাশিত হলেও হাসপাতাল ও সোনারগাঁও পৌর কর্তৃপ কারোরই টনক নড়ছে না।
ভুক্তভুগীদের বরাতে জানা যায়, সা¤প্রতিক সময়ের করোনার টিকা নিতে আসা সাধারণ মানুষের চাপে ময়লাযুক্ত জায়গায় ঘণ্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সেখানে নেই কোনো স্বাস্থ্যবিধির বালাই।
টিকাকেন্দ্রে প্রতিনিয়ত চলছে এক প্রকার যুদ্ধ। টিকা কেন্দ্রের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলার কারনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে সহস্রাধিক মানুষের ভীড়ে আশেপাশের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়।
কেউ কেউ অপোয় থাকতে থাকতে অসুস্থ হয়ে যাচ্ছে৷ অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিশৃঙ্খলায় যেনো করোনার টিকা দিতে নয় করোনা ভাইরাস ছড়ানো হচ্ছে। এতে করে নারী-পুরুষদেরকে বেশী ভোগান্তি পোহাতে হচ্ছে।
এব্যাপারে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পলাশ কুমার সাহা জানান, আমরা যথাযথ দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করছি। নির্দিষ্ট সময় ও টিকা নিতে আসা মানুষের চাপে আমাদের কিছুটা বেগ পেতে হচ্ছে। আশাকরি দুই একদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।