ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ এ উচ্ছেদ অভিযান চালায়।
এসময় উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের যুগ্ম সচিব (এস্টেট ও আইন কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) আব্দুল লতিফ খান, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস প্রমুখ।
জানা যায়, উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তায় চরমেনিখালী মৌজায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশের সড়ক ও জনপথ(সওজ) বিভাগের জায়গায় জোরপূর্বক অবৈধভাবে বালু ভরাট করে স্থাপনা তৈরী করছে হাবিবপুর এলাকার মৃত মহারাজ মিয়ার ছেলে জিলানী ও আ: কাদের গংরা। এই বালু ভরাটের ফলে ওই এলাকার ড্রেনেজ লাইন একেবারে বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছে লাখো মানুষ।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, সড়ক ও জনপথের জায়গায় অবৈধভাবে দখল করে নতুন করে স্থাপনা তৈরি করা হয়েছে সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। অতিদ্রুত উপজেলার সড়ক ও জনপথ বিভাগের অবৈধভাবে দখলকৃত সকল জায়গা উচ্ছেদ করা হবে।