রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা জামপুর ইউপি নির্বাচনকে ঘিরে চা ষ্টল থেকে শুরু করে সর্বত্রই এখন আলোচনা ও সমালোচনা ঝড়। সেপ্টেম্বর মাসে নির্বাচনের তফসিল ঘোষণার কথা থাকলেও বিভিন্ন গণমাধ্যমেও চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। কে হবে নৌকার কান্ডারী ? স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন আইন অনুযায়ী চেয়ারম্যান পদে রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে প্রার্থীকে নির্বাচন করতে হবে।
রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত তাদের নির্বাচনী তৎপরতা শুরু করে দিয়েছেন। তারই আলোকে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার কান্ডারী হয়ে মনোনয়ন চান সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন কবির ভূইয়া ।
আসন্ন নির্বাচনকে ঘিরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে রাত-দিন কঠোর পরিশ্রম করে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। জামপুর ইউনিয়নে চলছে তার কর্মীদের ব্যাপক প্রচার-প্রচারনা। ছাত্র জীবনে ছাত্র লীগের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ। পাশাপাশি তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, পরোপকারী, একজন সৎ মানুষ । তিনি নব্বইয়ের গণআন্দোলন থেকে শুরু করে ২০০১ সালের জোট সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সোনারগাঁওয়ে রাজনীতিতে অগ্রণী ভূমিকা পালন করেন। বলা যায় তিনি একজন ত্যাগী, বঞ্চিত ও অবহেলিত নেতা।
তিনি জামপুর ইউনিয়নের পাকুন্ডা গ্রামের বাসিন্দা । তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামপুর ইউনিয়নের নৌকার মনোনয়ন প্রত্যাশী। রাজনৈতিক জীবনে তিনি অন্যন্যা ভুমিকা পালন করে যাচ্ছেন।
আলহাজ্ব হুমায়ুন কবির ভূইয়া’র সঙ্গে কথা বললে তিনি জানান, আমাকে যদি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জামপুর ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনয়ন দেন তাহলে আমি আমার ইউনিয়নবাসীর সকলের সুবিধার্থে রাস্তা-ঘাট, ব্রীজ কালভার্ট, মসজিদ মন্দিরসহ সকল প্রকার উন্নয়নমুলক কাজ করে যাব ইনশাআল্লাহ।