সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জ ৬ নং ওয়ার্ড বিহারি ক্যাম্পে মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মোস্তাক(৪৫) নামক এক ব্যাক্তিকে যখম করেছে । মাদকের ডন হরতাসহ একাধিক মামলার আসামি নাহিদ ও মাদক ব্যাবসায়ী তুসার গং। মোস্তাক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আই সি ইউ তে ভর্তি আছে। বর্তমানে তার অবস্থা সংকটাপন্য জানিয়েছে চিকিৎসক । উক্ত ঘটনায় নাহিদ গং কে বিবাদী করে সিদ্ধিরগঞ্জ থানায় ৩/৯/২৫ তারিখ এ মামলা দায়ের করে তার মামলা নং ০৫ ধারা ১৪৩,৩২৩,৩২৫,৩২৬। উক্ত মামলার আসামিরা হলো নাহিদ, রাব্বি পিতা উভয় মজিবর। বাবলা পিতা মেজর, উকিল পিতা জলিল, আরমান পিতা আসাদ, তুসার পিতা অজ্ঞাত। এই মাদক ব্যবসায়ী চক্ররা উক্ত মামলা প্রত্যাহার করার জন্য মামলার বাদী ফয়সাল কে প্রাণ নাসের হুমকি দিচ্ছে। বর্তমানে বাদী ফয়সাল পরিবার-পরিজন নিয়ে মাদক ব্যবসায়ীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। উক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন মামলার বাদী ফয়সাল।