
সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রেতা জসিম (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে সোনামিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
গ্রেপ্তারকৃত জসিম সিদ্ধিরগঞ্জ মিজমিজি টিসি রোড় এলাকার সায়েদ আলীর ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর আলম বলেন, জসিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।