রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দলের প্রাণ হচ্ছে তৃণমূলের নেতা-কর্মী: আবুল কাউছার আশা সিদ্ধিরগঞ্জে চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি নেতার আবেগঘন স্ট্যাটাস সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় ‘৯৪ ব্যাচের অমলিন গল্প পেসারদের চোটের কবল থেকে বাঁচাতে নতুন পদক্ষেপ পিসিবির এক মিনিটের ভিডিওতে ঝড় তুললেন নুসরাত ফারিয়া ৫ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র : প্রেস উইং বন্দরে পেশাদার সাংবাদিকদের নৌভ্রমণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত উচ্ছেদ অভিযান। নারায়ণগঞ্জ ৫ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করবেন সাদরিল দড়িকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পবিত্রতা রর্ক্ষুাতে মানববন্ধন

সিদ্ধিরগঞ্জে চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি নেতার আবেগঘন স্ট্যাটাস

  • আপডেট সময় রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১.১১ এএম
  • ১ বার পড়া হয়েছে

৫ ই আগষ্টের পর থেকে চারিদিকে চলছে চাঁদাবাজী, সন্ত্রাসী, লুটপাট,রাহাজানি অনেকে হয়েছে টাকার কুমির। প্রতিনিয়ত চলছে চাঁদাবাজি সমন্বয় পরিচয়ে বা বিএনপির নাম ভাঙিয়ে। বারবার কেন্দ্রীয় ভাবে সকল দলের নেতাকর্মীদের সতর্ক করা হলেও মানছে না নেতাকর্মীরা।

এরই মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির এক নেতা এলাকার গার্মেন্টস সেক্টরসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঠিকভাবে চাঁদার টাকার ভাগ না পেয়ে ০১৷ আগষ্ট শুক্রবার বিকেলে তার ব্যক্তি গত ফেইসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন যা জনমনে চলছে নানা সমালোচনা।

তার দেওয়া ফেইসবুক স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো :-

“”ফেসবুক প্রচার মাধ্যম, বদনাম প্রিয় বিএনপি সহকর্মী বৃন্দ দলের কথা না লিখে / দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে কিছু ভেবে বলা উচিত, কে আওয়ামী লীগ এর সাথে নিয়ে ডিস, নেট, মাদক এর ব্যবসা করতেছেন, গ্যাস, বিদ্যুৎ এর চুরির ঘুস খাচ্ছেন, কে পুকুর খাচ্ছেন, কে কোন এলাকার কোন মিলের ব্যবসার টাকা বা মাসিক টাকা নিচ্ছেন সবাই জানি কিন্তু আমি দলিও ফোরাম ছাড়া বলতে চাচ্ছিনা, মাধ্যম না, আমি বা আমরা এলাকার সব গ্রুপের নেতাদের লোক নিয়ে কাজ শুরু করেছিলাম, আমাদের ওয়ার্ড অনেক বড় আমরা ধনকুন্ডা ও বাড়ি পাড়া থেকে কোন রকম মিল কারাখানার ব্যবসার কোন টাকা পাইনা, জেলে পাড়া পুল হতে আইলপাড়া এলাকা থেকে কোন কর্মীদের জন্য কোন টাকা পাইনা, এনায়েতনগর থেকে কোনো কোনো কারখানা কুতুবপুর ও এলাকাবাসী কে দিয়ে আর কোন টাকা পাইনা, তাঁতখানা ও সৈয়দপাড়া থেকে কোনো কিছু পাইনা, শান্তিনগর ৪/৫ টি কারাখানা ১/২ টি ছাড়া আর কিছু পাইনা, শুধু এনায়েতনগর ও ভুইয়াপাড়া আমরা যা পাই তাদিয়ে আইলপাড়া ছাড়া সব এলাকার যারা ত্যাগি ও জেল হামলা মামলা যারা নির্যাতিত তাদের ও কিছু কর্মিদের দিয়েছি,। এখন যদি আমাদের পছন্দ না হয়, তাহলে আপনারা যারা বড় বড় কথা বলতেছেন আপনারা দায়িত্ব নিয়ে করেন। আমি ব্যক্তিগতভাবে ভুইয়াপাড়া ও এনায়েতনগর নগর বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ দেই তারা তাদের এলাকার মিল কারাখানা থেকে এতদিন আমাদের মাধ্যমে সব এলাকায় ভাগ দিয়েছে, আমরা দায়িত্ব নেওয়ায় কারনে কোন রকম মারামারি হয় নাই, অন্য ওয়ার্ড দেখেন কি হয়েছে, আমি চাই আমাদের মধ্যে নেতৃত্ব প্রতিযোগিতা থাকবে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে দল যাকে নমিনেশন দিবে তার নির্বাচন করবো-

সবাইকে ধন্যবাদ
জাহাঙ্গীর হোসেন স্বাধীন
সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর জাসাস যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক ৮ নং ওয়ার্ড বিএনপি।

“বিএনপি নেতার এমন স্ট্যাটাসে নাসিক ৮ নং ওয়ার্ড তথা সিদ্ধিরগঞ্জবাসীর মধ্যে নানা দলটি ভাবমূর্তি নিয়ে কথা উঠছে। তারা সমলোচনানকরছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি মানুষের কল্যানে, মানুষের সুখে দুঃখে আস্থার প্রতিক, সেই বিএনপির সুনাম ক্ষুন্ন করে এরা চাঁদাবাজ সন্ত্রাসী করে যাচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সিদ্ধিরগঞ্জবাসীর অনুরোধ জানিয়েছেন এই ধরনের লোকদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া জন্য নয়তো আগামীতে সাধারণ জনগণ বিএনপির থেকে আস্থতা হারিয়ে ফেলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort