রুদ্রবার্তা২৪.নেট: সরকার ঘোষিত সর্বাত্মক লডকাউনেও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে নগরবাসীকে সেবা দিতে চালু রয়েছে সিটি কর্পোরেশনের পানি, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য বিভাগ। লকডাউনে সিটি কর্পোরেশনের জরুরি সেবাগুলো চালু থাকবে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, পানি সরবরাহ, পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিধন, সড়ক বাতি, রাস্তা পরিষ্কার, জলাবদ্ধতা নিরসনসহ জরুরি কার্যক্রম চালু থাকবে। পাশাপাশি করোনার নমুনা সংগ্রহ, চলমান উন্নয়ন প্রকল্পের কাজ এবং নগর মাতৃসদন ও স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে চিকিৎসা সেবা চালু থাকবে।
লকডাউনে নগরবাসীকে সরকারের নির্দেশনা মেনে চলার আহবান জানিয়ে তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে বাড়িতে থাকা উচিত সকলকে। অতি জরুরি প্রয়োজনে বাইরে বের হলেও মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই লকডাউনের সময়েও নগরবাসীর জন্য জরুরি সকল সেবাসমূহ চালু রেখেছে সিটি কর্পোরেশন।
এদিকে নগরীর বিভিন্ন সড়কে ও হাসপাতাল এলাকায় সিটি করপোরেশনের গাড়িতে করে জীবাণুনাশক কোরিন মিশ্রিত পানি ছিটিয়ে দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন পরিচ্ছন্ন কর্মকর্তা শ্যামল পাল। পাশাপাশি বিøচিং পাউডার ছিটানো হচ্ছেও বলে জানান তিনি।