রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে অর্ধশত অবৈধ ড্রেজার উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে বিআইডবিøউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৪ আগস্ট) ও বুধবার (৫ আগস্ট) দুই দিনব্যাপী অভিযানে শীতলক্ষ্যার তীর দখল করে স্থাপিত অর্ধশত ড্রেজার ও পাইপ উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বিআইডবিøউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ পরিচালক মোবারক হোসেন প্রমুখ।
বিআইডবিøউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল জানান, শীতলক্ষ্যার নদীর তীরভূমি দখল করে স্থাপিত অবৈধ ড্রেজার ও পাইপ উচ্ছেদে গত দু’দিন ব্যাপী অভিযান পরিচালিত হয়েছে। গত ৩ আগষ্ট কাঁচপুর শিমরাইল থেকে সোহাগপুর টেক্সটাইল পর্যন্ত শীতলক্ষ্যার উভয় তীরে স্থাপিত মোট ২৭ টি অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়। ৪ আগষ্ট সোহাগপুর টেক্সটাইল থেকে মদনগঞ্জ পর্যন্ত ২১ টি অবৈধ ড্রেজার ও ১ টি মাটির স্তুপসহ সর্বমোট ২৩ টি অবৈধ উচ্ছেদ করা হয়। শীতলক্ষ্যা নদীর দুই পাশে অবৈধ ভাবে গড়ে উঠা সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।