২২ অক্টোবর বুধবার বাদ আছর প্রতিদিনের মতো আজও ব্যস্ত সময় পার করলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আমলাপাড়া থেকে পায়েহেঁটে শুরু করে কালিবাজার, ফলপট্টি, ১ নং রেলগেইট, টানবাজার, মিনা বাজার, বংশাল রোড, আরকে মিত্র রোড, মন্ডলপাড়া, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, নিতাইগঞ্জ, শাহ সুজা রোড, পাইকপাড়া, ভূইয়াপাড়া, বাবুরাইল বউ বাজার, ১ নং বাবুরাইল, দেওভোগ পাক্কা রোড হয়ে আলী আহাম্মদ চুনকা পাঠাগারে এসে শেষ করেন।
জনসংযোগ ও লিফলেট বিতরণের মাঝে একটু সময় নিয়ে আবু জাফর আহমেদ বাবুল টানবাজার পুলিশ ফাঁড়ি সংলগ্ন সাবেক কমিশনার জাহাঙ্গীর আলম এর বাসায় তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজ খবর নেন।
এ দীর্ঘ সময়ে জননেতা আবু জাফর আহমেদ বাবুল’র জনসংযোগটি জনস্রোতে পরিণত হয়। পিছন থেকে জনতা স্লোগান দিতে থাকে বাবুল তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে। আমরা আছি লক্ষ্য ভাই নারায়ণগঞ্জ-৫ আসনে তোমায় চাই। নতুন ভোটারের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক।
জনসংযোগ শেষে আবু জাফর আহমেদ বাবুল বলেন, এদেশ আমার, এ মাটি আমার, এ দেশকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সকলের। আমি মনে প্রানে বিশ্বাস করি, শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধায় উন্নত বাংলাদেশ গড়া সম্ভব। তাই ভালো নেতা দরকার। ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে এই লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব। আমাদের বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা তারই ইঙ্গিত বহন করে। আপনারা সকলে পাশে থেকে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করুন।
জনসংযোগ ও লিফলেট বিতরণ উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির নেতা ফখরুল ইসলাম মজনু, নারায়ণগঞ্জ সদর থানা জিয়া পরিষদ সভাপতি মো. শাহজাহান খোকন, মহানগর ১২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি বরকত উল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন, কৃষক দলের সহ সভাপতি কামরুল ইসলাম, ফিরোজ আহমেদ, বন্দরের মহিলা দলের সাধারণ সম্পাদক রাবিয়া বশরি, দেওভোগ মহিলা দলের সিনিয়র সভাপতি জিসান সুরাইয়া, জিয়া স্মৃতি সংসদের প্রচার সম্পাদক কামরুল ইসলাম সজিব, সদস্য ইমরান আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. সজল প্রমুখ।