সিদ্ধিরগঞ্জের আদমজী নগরে অবস্থিত র্যাব-১১’র পৃথক ২ টি অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি প্রাইভেটকার জব্দ। সোমবার (২৮ ফেব্রয়ারি) জেলার আড়াইহাজার থানার বিশনন্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মাদক মামলায় আড়াইহাজার থানায় হস্থান্তর করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১’র একটি আভিযানিক দল জেলার আড়াইহাজার থানার বিশনন্দি এলাকায় পৃথক ২টি অভিযান চালায়। উক্ত অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে ৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। মাদক ব্যবসায়ী হলো মো. মোসলেম মিয়া (৩১), মিকাইল (৩১), মো. রাজু (২২) ও মো. রিদয় মিয়া (২১)।
র্যাব আরো জানায়, ধৃতরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।