বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:১১ অপরাহ্ন

রূপগঞ্জ ট্র্যাজেডি: হাসেমসহ ৬ কারাগারে, ২ ছেলের জামিন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১, ৪.৩৪ এএম
  • ২৭১ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকান্ডে অর্ধশতাধিক মানুষের হতাহতের ঘটনায় গ্রেফতার ৬ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। বাকি দুই আসামি জামিন পেয়েছেন। বুধবার (১৪ জুলাই) বিকেল ৫টায় শুনানি শেষে জেলা আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।
তিনি জানান, চারদিনের রিমান্ডশেষে আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে পাঠায় পুলিশ। আদালতে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে দুইজনের জামিন মঞ্জুর করেন। বাকি ছয় আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
জামিনপ্রাপ্ত আসামিরা হলেন: তাওসিব ইব্রাহিম (৩৩) ও তানজিম ইব্রাহিম (২১)। এছাড়া সজীব গ্রæপের চেয়ারম্যান এম এ হাসেম (৭০), তার দুই ছেলে হাসিব বিন হাশেম (৩৯), তারেক ইব্রাহিম (৩৫), সজীব গ্রæপের সিইও শাহান শাহ্ আজাদ (৪৩), হাশেম ফুডস লিমিটেডের ডিজিএম মামুনুর রশিদ (৫৪) এবং সিভিল ইঞ্জিনিয়ার কাম এডমিন মো. সালাহউদ্দিনকে (৩০) কারাগারে প্রেরণ করা হয়েছে। জামিনপ্রাপ্ত দুই আসামিও হাসেম গ্রæপের চেয়ারম্যানের ছেলে।
গত ৮ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় সজীব গ্রæপের অঙ্গপ্রতিষ্ঠান হাশেম ফুডস লিমিটেডের কারখানার ছয়তলার একটি ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান কারখানার ৫২ জন শ্রমিক-কর্মচারী। ঘটনার পরদিন রাতে এই ঘটনায় রূপগঞ্জের ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাজিম উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। রূপগঞ্জ থানা দায়ের করা ওই মামলায় আসামি করা হয় সজীব গ্রæপের চেয়ারম্যানসহ আটজনকে। গ্রেফতারের পর তাদের চারদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort