রূপগঞ্জে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার রিয়াজ হোসেনকে হত্যা চেষ্টার মামলায় কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের পরদিনই শুক্রবার রাতে তাকে কাঞ্চন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ভোলাবো পুলিশ ফাড়ির ইনচার্জ মাহবুব হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম কাঞ্চন এলাকার সেকান্দরের ছেলে। গত ২৪ জুন (বৃহস্পতিবার) সাংবাদিক রিয়াজ হোসেনের ছোট ভাই তাইজুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন ।