রুদ্রবার্তা২৪.নেট: শ্রমিকদের প্রতি আরও যতœবান হওয়ার অনুরোধ জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকান্ডে হতাহত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
র্যাবের মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশ বিশ্বের বুকে অর্থনৈতিক শক্তি হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে। যাদের ঘামে শ্রমে আমাদের এ উন্নতি তাদের প্রতি আমাদের আরও যতœবান হতে হবে। সকলকে নিজের অবস্থান থেকে কাজ করে যেতে হবে।’
তিনি আরও বলেন, ‘গত ৮ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা সংঘটিত হয়। এই ঘটনায় ৫২ জন কর্মী নিহত হন। আমি নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এছাড়া আহতদের দ্রæত আরোগ্য কামনা করছি।’
শীঘ্রই এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘এই ঘটনায় উদ্ধার কার্যক্রমে সার্বিক নিরাপত্তা প্রদানসহ আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব বিশেষ ভূমিকা পালন করেছে। নিয়মিত অভিযানের পাশাপাশি এই ধরনের দায়িত্ব র্যাব পালন করে থাকে। এই ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের জন্য জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস এবং কলকারখানা পরিদর্শন অধিদপ্তর থেকে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শীঘ্রই তদন্ত কমিটির রিপোর্ট দাখিল করবে বলে আশা করি। ইতিমধ্যে মামলা হয়েছে, অপরাধীদেরকে গ্রেফতার করা হয়েছে।’
র্যাবের পক্ষ থেকে হতাহত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘বিভিন্ন সামাজিক কর্মকান্ডে, সমাজের হতদরিদ্র মানুষের সহায়তায় নিজেদের লিপ্ত রেখেছি। আমাদের সামর্থ্য অনুযায়ী বেতনের অর্থ থেকেও সাধারণ মানুষকে সহায়তা করার চেষ্টা করেছি। অগ্নিকান্ডের ঘটনায় হতাহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে চায় র্যাব। তারাও যেন ঈদ করতে পারেন সেটাই চাই।’
এ সময় আরও উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্) কর্ণেল কে এম আজাদ, পরিচালক (লিগ্যাল এন্ড মিডিয়া উইং) কমান্ডার খন্দকার আল মঈন, র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশাসহ র্যাবের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তারা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ভবনটিও পরিদর্শন করেছেন।