রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস লিমিটেড কারখানায় অগ্নিকান্ডে অর্ধশতাধিক হতাহতের ঘটনায় হত্যা মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তের দায়িত্ব পাওয়ার পর শনিবার (১৭ জুলাই) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি। অগ্নিকান্ডের ঘটনায় বিভিন্ন তথ্য ও আলামত সংগ্রহ করে যাদের দায় পাবেন তাদেরই চিহ্নিত করবেন বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।
এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত, সাক্ষ্য, প্রমাণ সংগ্রহের মধ্য দিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তকারী কর্মকর্তা মাঠ পর্যায়ে কাজ করবেন। তদন্তের ব্যাপারে তাদের দশটি দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপি’র নির্দেশনা মোতাবেক শীঘ্রই সর্বজন গ্রহণযোগ্য, যৌক্তিক তদন্ত শেষ করা হবে। তদন্ত পর্যায়ে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে সিআইডির এই কর্মকর্তা বলেন, ‘আপনারা অনেক কিছু জানেন। অনেক জিনিস আমাদের কাছে আসে নাই। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তীতে আসবে। যদি কারও কাছে কোনো ভিডিও থাকে যেগুলো আমাদের তদন্তে কাজে লাগতে পারে সেগুলো দিয়ে সহযোগিতা করবেন।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই দুর্ঘটনার সম্ভাব্য তিন-চারটি কারণে ঘটতে পারে বলে আমরা ধারণা করেছি। এই কারণগুলো নিয়েই আমরা আগাবো। যে সেবা সংস্থাগুলো এখানে সেবা দিয়েছে তাদের বিষয়েও খতিয়ে দেখা হবে। তাদের দায় খুঁজে পেলে সেসবও চিহ্নিত করা হবে। তারাই এই দায়-দায়িত্ব বহন করবে। মসজিদের ঘটনাটি কিন্তু এই ক্ষেত্রে উদাহরণ।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জীবন কান্তি সরকার প্রমুখ। দেলোয়ার হোসেন বলেন, ‘এই মামলা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করবে সিআইডি।’