রুদ্রবার্তা২৪.নেট: নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক)। মঙ্গলবার (৩১ আগস্ট) নাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় সড়কের উপর নির্মাণসামগ্রী রাখা, অবৈধ স্থাপনা নির্মাণ করাসহ বিভিন্ন অপরাধে ১০ জনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাসিকের পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হীরণ। তিনি জানান, নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের খান বাড়ি মোড় থেকে সাবেক পৌরসভা মোড় পর্যন্ত এ অভিযান চলে। সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নির্দেশে এ অভিযানে রাস্তা দখল করে নির্মাণসামগ্রীসহ বিভিন্ন দোকানের মালামাল রাখায় ১০ জনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ফুটপাত দখলমুক্ত করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিসেন নাসিকের সংরক্ষিত নারী কাউন্সিলর শাওন অংকন, নাসিকের কদমরসুল আঞ্চলিক কার্যালয়ের প্রধান শাহাদাৎ হোসেনসহ নাসিকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।