রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সান্ত¦না দিতে তাঁর বাড়িতে গিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। বুধবার (৪ আগস্ট) বিকেলে নগরীর দেওভোগ এলাকায় মেয়রের বাসভবন চুনকা কুটিরে যান তারা। সন্ধ্যা পর্যন্ত সেখানে ছিলেন মুক্তিযোদ্ধারা। তারা সদ্য মা হারানো মেয়রকে সমবেদনা জানান। শোক কাটিয়ে আবারও মানুষের কল্যাণে কাজে মনোনিবেশ করার কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাড. নুরুল হুদা, সদর উপজেলার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ্জাহান ভূঁইয়া জুলহাস, বিকেএমইএ’র প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হক, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহŸায়ক সাংবাদিক শরীফ উদ্দিন সবুজ প্রমুখ।
উল্লেখ্য, গত ২৫ জুলাই বিকেলে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নারায়ণগঞ্জ পৌরসভার প্রয়াত চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার স্ত্রী ও নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মাতা মমতাজ বেগম।