মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র ডাকাতদের হামলা ও গোলাগুলির ঘটনায় জড়িত নৌ-ডাকাত দলের প্রধান রিপনসহ তিনজনকে ঢাকা ও গাজীপুর থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। আটককৃতরা হলেন— হারুন মেম্বর (৪৭), জামিল উদ্দিন মাসুম (৪০) ও ডাকাত দলের প্রধান রিপন (৪১)।
র্যাব জানায়, ২৮ আগস্ট ভোররাতে নারায়ণগঞ্জের র্যাব-১১ সদর কোম্পানির চৌকস একটি দল ঢাকা ও গাজীপুরে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। প্রথমে মতিঝিল থানার গাংচিল হোটেল থেকে হারুন মেম্বরকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার কাজলা এলাকা থেকে জামিল উদ্দিন মাসুম এবং পরে গাজীপুর সদর থানার তেলিপাড়া এলাকা থেকে রিপনকে গ্রেফতার করা হয়। অভিযানে চারটি বাটন ফোন উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, রিপন ডাকাতের বিরুদ্ধে মুন্সীগঞ্জ ও চাঁদপুর জেলার বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, হত্যা ও চাঁদাবাজিসহ অন্তত ২৩টি মামলা রয়েছে।
গত ২৫ আগস্ট বিকেলে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলা চালায় নয়ন-পিয়াস-রিপন বাহিনী। প্রায় আধাঘণ্টাব্যাপী গুলিবিনিময়ে পুলিশ ও ডাকাত দলের মধ্যে অন্তত ১২০ রাউন্ড গুলি ছোড়া হয়। পরে ডাকাতরা মেঘনা নদী হয়ে চাঁদপুরের দিকে পালিয়ে যায়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ বালুমহাল নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি করে আসছিল এই বাহিনী। তাদের তাণ্ডবে শতাধিক পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল। এ অবস্থায় এলাকাবাসীর নিরাপত্তায় পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।