রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের দুই ও তিন নং ওয়ার্ডের মঙ্গলখালী তে দলের কর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করেন ।প্রধান অতিথি যুবদল নেতা মুড়াপাড়া ইউনিয় আমজাদ হোসেন ভূঁইয়া। সভাপতি আরিফুল ইসলাম লিটন। আঞ্চলনা করেন আল আমিন খন্দকার সিনিয়র সহ-সভাপতি মুড়াপাড়া ইউনিয় যুবদল।তত্ত্বাবধানে ছিলেন, মুক্তার আহমেদ, মুড়াপাড়া ইউনিয়ন যুবদল। সৈয়দ গোলাপ সাবেক সদস্য নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল।জহিরুল ইসলাম সাবেক সহসভাপতি ৯ নং ওয়ার্ড যুবদল।কাজী শান্ত সাবেক সভাপতি জিয়া মঞ্চ মুড়াপাড়া ইউনিয়ন। এই সময় উপস্থিত ছিলেন আকাশ, ইমরান, সুমন, মারুফ, সোহেল, আলম, রাকিব। এ সময় বক্তারা বলেন , বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, আমাদের রাজনীতির অভিভাবক উনার নির্দেশেই আমরা যুব দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সকল সংগঠনকেই নিয়ে রূপগঞ্জ উপজেলা কাজ করবো তিনি আরো জানান যুবদলের মুড়াপাড়া ইউনিয়নের ভূমিকা অনেক বেশি আমাদের যুব দল নিয়েই আমরা এগিয়ে জাবো । এই সময় উপস্থিত বক্তারা বলেন আমরা আবু মোহাম্মদ মাসুম, উনার নেতৃত্বেই রূপগঞ্জ যুবদল কে শক্তিশালী করে তুলব ,মুড়াপাড়া ইউনিয়ন। উপস্থিত ছাত্রদল নেতা সুহেল সহ আরো অনেকে।