নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু বলেছেন, পুলিশকে আপনি ভয় পাবেন কেন, পুলিশকে ভয় পাবে তো অপরাধীরা। পুলিশের কাজ হচ্ছে আপনাদের সেবা করা।
হ্যা একটা সময় ভয় পেত একজন হাপপ্যান্ট ওয়ালা কনস্টেবল দেখে গ্রাম খালি হয়ে যেত।কিন্তু সেই ধ্যান ধারণা বদলে গেছে। পুলিশ এখন জনগনের বন্ধু।
বুধবার (২৪ নভেম্বর) বিকেলে বন্দর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে’র প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, নির্বাচন এ যাবৎ কালের সবচেয়ে সুষ্ঠু হয়েছে। সামনে সিটি কর্পোরেশন নির্বাচন। মাস্তানি, পেশীশক্তির দিন শেষ হয়ে যাচ্ছে। ১শ টাকার বিরিয়ানি খাইয়ে এখন আর নেতার পেছনে সারাদিন ঘুরানো যায় না।
মাসেল পাওয়ারের রাজনীতি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। জনগনের ভোটে নির্বাচিত হতে চেষ্টা করেন। পেশীশক্তি বাদ দেন নাহয় পরিনাম ভয়াবহ হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহসীন মিয়া, বন্দর ফাঁড়ির আইসি সঞ্চয়, নাসিক’র ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মোহাম্মদ সাগর, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ, কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগ নেতা সোয়েব মোহাম্মদ লিটনসহ আরো অনেকে।