রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণঞ্জের আলোচিত ধর্মীয় নেতা শহরের রেলওয়ে কেন্দ্রীয় জামে মসজিদের (ডিআইটি জামে মসজিদ) খতিব মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, ‘ইতোমধ্যে একটা শ্মশানের মাটি নিয়ে সামান্য কিছু কথা কানে আসতেছিল। আসলে এটি অহেতুক একটি কথা। মাটির কোনো ক্ষমতা নাই। মাটি কাউকে ইচ্ছা করলে বেহেশতে পৌঁছে দিতে পারবে না। মাটি ইচ্ছা করলে কাউকে জাহান্নামে নিতে পারবে না। সবই আল্লাহ পাকের হুকুম। হ্যা, এতটুকু হাদিসে পাওয়া যায় যে, কোনো নাফরমান গুনাহ করে কবরে গেলে আল্লাহ পাকের হুকুমে মাটি তাকে চাপা দেবে। এটাও আল্লাহ পাকের ইচ্ছাধীন হয়ে থাকে।’
নারায়ণগঞ্জের স্থানীয় একটি সংবাদমাধ্যমের সাথে আলাপকালে মাওলানা আব্দুল আউয়াল এই কথা বলেছেন। মাওলানা আব্দুল আউয়াল জেলা ওলামা পরিষদের সভাপতি এবং হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইতোমধ্যে নারায়ণগঞ্জের মাসদাইর গোরস্থানকে কেন্দ্র করে কিছু কথা আমরা পত্রিকায় পেয়েছি। সাধারণ জিনিসকে নিয়ে অনেক সময় ভুল বোঝাবুঝির কারণে আমাদের মধ্যে রেষারেষির তৈরি হয়। মুসলমান হিসেবে আমাদের বিশ্বাস, মানুষ তার আমল নিয়ে কবরে যায়। যে ভালো আমল করবে সে কবরে সেই ফল পাবে, ভালো আমল যে করবে না সে সেই অনুযায়ী প্রায়শ্চিত্ত ভোগ করবে। মানুষকে মাটি দেওয়া বা দাফন করা, শরীয়তের নির্দেশে করা হয়। মুসলমান দাফন করার পরে ভালো কাজের প্রতিদান যেন পায় তা নিয়ে দোয়া করা হয়।’