রুদ্রবার্তা২৪.নেট: অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার।
বুধবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা নির্বাচন অফিসে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।
তৈমুর আলম খন্দকার বলেন, এবারের নির্বাচন নারায়ণগঞ্জবাসীর অনেক অপেক্ষার, আশা আকাঙ্ক্ষার নির্বাচন। সিটি করপোরেশনকে পরিবর্তনের লক্ষে নারায়ণগঞ্জের জনগনের পাশে অবস্থান নেয়ার জন্য জনগণের জন্য এই নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করতে হচ্ছে। একটি উৎসবপূর্ণ, শান্তিপূর্ণ পরিবেশ স্বচ্ছতার সঙ্গে সরকার নির্বাচন পরিচালনার সুযোগ দিবেন। এজন্য সকলের সহযোগিতা কামনা করি। নারায়ণগঞ্জ হতে হবে একটি যানজটমুক্ত, মশক, দূষণ ও জলাবদ্ধতা থেকে মুক্ত একটি শহর। মানুষ নিরাপদে থাকবে এবং সকল প্রকার নাগরিক সুযোগ-সুবিধা পাবে। ২০০২ সালে যে প্রস্তাবনা আমরা রেখেছিলাম সেই কাঙ্খিত লক্ষে একটি সিটি করপোরেশন, জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের জন্য এই নির্বাচন।
দলীয় সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, বিএনপি একটি বড় দল। বিএনপিকে অনেক কৌশল অবলম্বন কর চলতে হয়েছে। সব রাজনৈতিক দলই কৌশল অবলম্বন করে। কৌশলগতভাবে আমরাও আমাদের অবস্থান থেকে এগিয়ে যাচ্ছি। সময় মত আপনারা বুঝবেন আমাদের অবস্থান কি। দল জনগণের পাশে আছি।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, যুগ্ম সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান প্রমুখ।