২৩ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪ টা থেকে বন্দরের মদনপুর, চানপুর, মদনপুর বাজার, কাশিপুর, কলাবাড়ী, দেওয়ানবাগ এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের জনপ্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল।
জনসংযোগ কালে জনসাধারণের সাথে আবু জাফর আহমেদ বাবুল বলেন, আমি আপনাদের লোক, আমি আপনাদের ডাকে, আপনাদের টানে তারেক রহমানের ৩১ দফা দাবী বাস্তবায়নের জন্য দোয়া নিতে লিফলেট নিয়ে জনসংযোগ ও দেখা করতে এসেছি। আমি দলের হয়ে কাজ করতে চাই, দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আপনাদের নিয়ে কাজ করবো এবং আপনাদের মাঝে আবার ফিরে আসবো। আপনারা আমার জন্য দোয়া করবেন আর বিএনপির প্রতি খেয়াল রাখবেন।