রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সরকারি খালের উপর নির্মিত অবৈধ কালভার্টটি অপসারণের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির আহŸায়ক সানাউল্লাহ সানু এই কালভার্টটি নির্মাণ করেছিলেন। আগামী ৩০ জুনের মধ্যে ভাইস চেয়ারম্যানকে নিজ উদ্যোগে অবৈধ স্থাপনাটি অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার।
কলাগাছিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নরপদী গ্রামের জেলে পাড়ায় ব্রহ্মপুত্র নদের কোল ঘেঁষা খালটি কলাগাছিয়া বাজার পর্যন্ত গিয়ে শীতলক্ষ্যা নদীর সাথে মিলিত হয়। বর্ষাকালে এই খাল দিয়ে কয়েক গ্রামের মানুষ ট্রলারে নির্মাণসামগ্রী (ইট, বালু, সিমেন্ট) আনা-নেওয়া করেন। স্থানীয় জেলেরা নৌকা বেয়ে কলাগাছিয়া বাজারে গিয়ে কেনাকাটা করেন। ব্যক্তিগত ব্যবসায়ীক সুবিধা নিতে স্বাভাবিক পানি প্রবাহে বাধা সৃষ্টি করে তিন মাস পূর্বে খালের উপর একটি কালভার্ট নির্মাণ করেন ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু। খালের ওপারে ব্রহ্মপুত্র নদী ঘেঁষা জমিতে ডকইয়ার্ড নির্মাণ করবেন তিনি। নিজের প্রতিষ্ঠানে আসা-যাওয়ার সুবিধার্থে কালভার্টটি নির্মাণ করেন। এজন্য উপজেলা পরিষদ থেকে সরকারি বরাদ্দেরও ব্যবস্থা করেন তিনি। উপজেলা প্রকৌশল বিভাগ থেকে এই কাজের অনুমতিপত্র (ওয়ার্ক অর্ডার) দেওয়া কেবল বাকি ছিল। যদিও তার আগেই নিজ উদ্যোগে কালভার্টটি নির্মাণ করে ফেলেন সানাউল্লাহ সানু।
উপজেলা ভাইস চেয়ারম্যানের অবৈধ কালভার্ট নির্মাণে সরকারি বরাদ্দ নেওয়ার প্রসঙ্গে গত ২১ জুন ‘প্রেস নারায়ণগঞ্জ’ এ প্রতিবেদন প্রকাশিত হয়। গত রোববার উপজেলা পরিষদে এক জরুরি সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের (সদর-বন্দর) সাংসদ সেলিম ওসমান অবৈধ কালভার্টটি অপসারণে উপজেলা প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ বিষয়ে জানতে চাইলে বন্দর ইউএনও শুক্লা সরকার বলেন, ‘আগামী ৩০ জুনের মধ্যে কালভার্টটি অপসারণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ভাইস চেয়ারম্যান নিজের উদ্যোগে কালভার্টটি অপসারণ করবেন।’