চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ঘরের মাঠেই হেরে গেলো ইংল্যান্ড ক্রিকেট দল।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলায় নটিংহ্যামে বৃষ্টির কারণে নিশ্চিত পরাজয় থেকে রক্ষা পাওয়া ইংল্যান্ড হেরে গেলো ঐতিহ্যবাহী লর্ডসে।
ভারতের বিপক্ষে ২৭২ রানের টার্গেট তাড়ায় ১ রানে ২ ওপেনারের উইকেট হারিয়ে কঠিন চাপের মধ্যে পড়ে যায় ইংল্যান্ড।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ৯০ রানে ৭ ব্যাটসম্যানকে হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় স্বাগতিকরা।
অষ্টম উইকেটে রবিনসনকে সঙ্গে নিয়ে দলের পরাজয় এড়াতে সর্বোচ্চ চেষ্টা করেন জস বাটলার। কিন্তু দিনের খেলা শেষ হওয়ার ৯.১ ওভার আগে আউট হন রবিনসন। এরপর মাত্র ৩ বলের ব্যবধানে ফেরেন বাটলার।
পরাজয় এড়াতে হলে শেষ ৮.৪ ওভার খেলতে হতো মার্ক উড ও জেমস অ্যান্ডারসনকে। কিন্তু মাত্র ৩ বল খেলে অ্যান্ডারসন আউট হয়ে গেলে ১৫১ রানের জয় পায় ভারত।
টস হেরে প্রথমে ব্যাট করে লোকেশ রাহুলের সেঞ্চুরি আর রোহিত শর্মার ফিফটিতে ভর করে ৩৬৪ রান করে ভারত।
জবাবে ব্যাটিংয়ে নেমে জো রুটের ১৮০ রানের অনবদ্য ইনিংসে ভর করে ২৭ রানের লিড নিয়ে ৩৯১ রানে ইনিংস গুটায় ইংল্যান্ড।
২৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৯৮ রান করে ইনিংস ঘোষণা করে ভারত।
২৭২ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১ রানে ২ উইকেট হারানো ইংল্যান্ড অলআউট হয় ১২০ রানে।