
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, কারা নির্যাতিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ। বর্তমানে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাই তাহার দ্রুত আরোগ্য লাভ কামনায় ৩০ নভেম্বর রবিবার বেলা ১২ টা থেকে প্রাইম গ্রুপের সকল প্রতিষ্ঠানে সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে মিলাদ মাহফিল ও দোয়া প্রার্থনার আয়োজন করান প্রাইম গ্রুপের চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুল।
এসময় আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুল বলেন, গণতন্ত্রের মানসকন্যা, গণতন্ত্র উত্তরণের এই সন্ধিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করি, পাশাপাশি মহান আল্লাহ তায়ালার নিকট তাঁর সুস্থতা এবং একই সঙ্গে দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করি।
উল্লেখ্য; খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর দেখা দেয় নিউমোনিয়া। এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরোনো সমস্যা। পরিস্থিতি এমন একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির ওপর বিরূপ প্রভাব পড়ছে।