
মাসুদুর রহমান : ক্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে সাারাদেশে চলছে নির্বাচনি হাওয়া তারই ধারাবাহিকতায় রাজবাড়ী ১ আসনে জমে উঠেছে নির্বাচনি আমেজ ও গনসংযোগ। বাংলাদেশ জাতীয়দাবাদি দল বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি তিন তিন বারের রাজবাড়ী পৌরসভার সফল মেয়র, বসুন্ধরা আবাসিক সোসাইটির প্রেসিডেন্ট রাজবাড়ী জেলা বাসির অন্যতম অভিভাবক সকলের প্রীয় ব্যাক্তিত্ব আলহাজ আলী নেওয়াজ খৈয়ম নির্বাচনি প্রচারনায় জয় জয় কার।
আলী নেওয়াজ খৈয়ম শহিদ রাষ্টপতি জিয়াউর রহমানের একজন আদর্শের নির্ভীক সৈনিক সেই সাথে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন একজন নেতা বটে। আলী নেওয়াজ খৈয়ম একজন ত্যাগি নেতা হিসেবে বিবেচিত রাজবাড়ী জেলাবাসীর মাঝে। ফ্যাসিস আওয়ামী সরকারের জেল জুলুম নির্যাতন সহ্য করে তিনি রাজবাড়ী জেলা বিএনপি কে আগলে ধরে রেখেছেন। জননেতা আলী নেওয়াজ খৈয়মের জনপ্রীয়তায় যোগ্য স্থানে তাকে অধিষ্ঠিত করেছেন দলের হাইকমান্ড সেই সাথে জিয়া পরিবার। রাজবাড়ী বাসীর দোয়া আর ভালবাসায় সিক্ত হয়েছেন আলী নেওয়াজ খৈয়ম যার ডাকে রাজবাড়ীতে যে কোন রাজনৈতিক সভায় লক্ষাধিক ভক্তশ্রতা সহ হাজার হাজার নেতাকর্মী ছুটে আসেন জনসভাকে সাফল্য মন্ডিত করে তুলতে। তিনি শুধু জনগনের নেতাই নন তিনি সাধারণ মানুষের বন্ধু বটে। ইতিপূর্বে তিনি যখন সাংসদে বক্তব্য রেখেছেন তখন দেখা গেছে তার গঠনমুলক বক্তেব্যে পুরো সংসদে সংসদীয় মেম্বারগণ তাকে বাহ বাহ দিয়েছেন। একজন বলিষ্ঠ কন্ঠস্বরকে কখনো রোধ করা যায় না সেই ইতিহাস তিনি গরেছেন। ন্যায় নীতি পরায়ন এই নেতা কখনো বিবেকের কাছে কিংবা বিরোধী শক্তির কাছে আপোষ করেননি। তিনি জনপ্রতিনিধি থাকা কালীন রাজবাড়ী বাসীর জন্য সব সময় জনকল্যানে কাজ করে গেছেন। এ বিষয়ে রাজবাড়ী এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় আলী নেওয়াজ খৈয়ম একজন কর্মী বান্ধব নেতা তার কাছে সাধারণ মানুষ সকল সমস্যার সমাধান পেয়ে থাকে। গরীব দুঃখী অসহায়দের পাাশে তিনি অতিতেও ছিল এখনও আছেন ভবিষ্যতেও থাকবেন সেই সাথে তিনি ক্রয়োদশ নির্বাচনে জয়ী হলে রাজবাড়ীর সকল অসমাপ্ত উন্নয়ন মুলক কাজ সম্পাদন করবেন সেই আস্থা রাজবাড়ীবাসী তার উপর রাখেন। আলী নেওয়াজ খৈয়ম তিনি একজন রাজনৈতিক ব্যাক্তিত্ব পুরুষ তিনি নির্বাািচত হলে রাজবাড়ী ১ আসন একটি আধুনিক মডেল হিসেবে গড়ে তুলবেন বলে জানা যায়। এ বিষয়ে আলী নেওয়াজ খৈয়ম বলেন নির্বাচনে জয়ী হয়ে প্রথম কাজটি হবে সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাড়ানো, অসহায়দের পাশে দাড়ানো, বয়স্কদের নিয়ে কিছু প্লান আছে সেটাকে বাস্তবে রুপ দেওয়া সেই সাথে এলাকাবাসীর কল্যানে সব সময় নিয়োজিত হয়ে কাজ করা। তিনি আরো বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে রাজবাড়ী জেলা বিএনপি সব সময় বদ্ধপরিকর হয়ে কাজ করে যাচ্ছে ভবিষ্যতেও করবে পাশাপাশি তার নির্দেশনায় রাজবাড়ীকে নতুন আঙ্গীকে ঢেলে সাজানো হবে যেন রাজবাড়ীবাসী সকল প্রকার সুযোগ সুিবধা ভোগ করতে পারে। পরিশেষে তিনি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন এবং সকলের কাছে দোয়া চান।