রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এক নম্বর বাবুরাইল এলাকায় ছয়তলা বিশিষ্ট একটি ভবনের নিচতলায় বিদ্যুতের ডিস্ট্রিবিউশন বোর্ডে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২ আগস্ট) দুপুর পৌনে তিনটার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, পৌনে তিনটার দিকে ধোয়ার কুন্ডলী দেখতে পান তারা। পরে তারা নগরীর এক নম্বর বাবুরাইল এলাকার মৃত সেলিম মিয়ার ছয়তলা ভবনের নিচতলায় আগুন দেখতে পান। স্থানীয়রা পরে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তা আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ভবনের নিচতলায় চিপসহ বিভিন্ন খাদ্যপণ্যের গোডাউন রয়েছে। তবে আগুন সেদিকে ছড়াতে পারেনি। আগুনের ঘটনায় ভবনের বাসিন্দারা ছাদে অবস্থান নেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ভবনের নিচতলায় বিদ্যুতের ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। তবে স্থানীয়রা আগুন ছড়াতে দেননি।