১ ডিসেম্বর শুক্রবার বিকেলে বিজয়ের মাসের প্রথম দিনে বাংলাদেশ জনদল (বিজেডি) নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
মো. মনিরুজ্জামান নয়ন কে আহ্বায়ক ও মো. লিটন ঢালীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এবং আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বিজেডি কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য বলা হয়।
বাংলাদেশ জনদল (বিজেডি) কেন্দ্রীয় কমিটির মহাসচিব সেলিম আহমেদ এ কমিটির অনুমোদন দেন।
এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মুখলেসুর রহমান হাবিব, মো. শামসুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
২১ সদস্য কমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামান (নয়ন), যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, আব্দুর রহমান, শিউলি আক্তার লিমা, সদস্য সচিব লিটন ঢালি, যুগ্ম সদস্য সচিব আনিসুর রহমান টয় চৌধুরী, আয়নাল হক, নার্গিস বেগম, কার্যকরী সদস্য মাসুম চিশতী, আব্দুল আলী, শেখ কামাল, আব্দুল কুদ্দুস মিয়া, সাজু প্রধান, মো. রতন, জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম হিমু, তানভীর ইসলাম অয়ন, হারুন অর রশিদ, শ্রী রতন বাড়ৈ, সাবিনা বেগম ও সালমা আক্তার।
আহ্বায়ক কমিটি অনুমোদন পাওয়ার পর মনিরুজ্জামান নয়ন বলেন, বাংলাদেশ জনদল (বিজেডি) একটি সুশৃংখল দল, গনতন্ত্র, ধর্মীয় মূল্যবোধ, কল্যান রাষ্ট, জাতীয়তাবাদী ও স্বাধীনতার পক্ষের দল এই দলের গঠনতন্ত্র ও কার্যকলাপ আমাদের সকলের খুব ভালো লেগেছে। তাই আমরা এই দলে যোগ দান করিলাম এবং আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সবাইকে নিয়ে দলকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাবো। ইনশাআল্লাহ।