নিজস্ব প্রতিবেদকঃ-১২রবিউল আউয়াল উপলক্ষে বন্দর, কুতুববাগ দরবার শরীফে মহা সম্মেলনের আয়োজন করেছেন কুতুববাগ দরবার শরীফ আগামী ২৭ সেপ্টেম্বর বুধবার শুরু হবে এবং ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ যোহর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই বিশেষ মহা সম্মেলন শেষ করবেন।
কুতুববাগ দরবার শরীফের পীর ও মোর্শেদ খাজাবাবা মাওলানা হযরত সৈয়দ জাকির শাহ কুতুববাগী ভক্তবৃন্দের হেদায়েত ও দয়াল নবীজির অমীয় সুধার বাণী উপর গুরুত্বপূর্ণ নছিহত পেশ করবেন।
এই মহাসম্মেলনে দুইদিন ব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, বিশ্বনবী ও আখেরী নবী, যে নবী সৃষ্টি না হলে এই দুনিয়ার সৃষ্টি হতো না, এই দয়ার নবী মায়ার নবী, নবীকরীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম জন্মনা হলে কি হতো, এই দিনে তার জন্ম, এ বিষয় নিয়ে এখানে দেশবরণ্য আলেমেদ্বীন দ্বীনি, ভাই বোনদের জন্য ওয়াজ নসিহত করবেন, মুসলিম উম্মার জন্য দোয়া করবেন।
এই দিনে মহাসম্মেলনে দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ নেকি অর্জন করুন, দুনিয়া ও আখেরাতের সম্পর্কে ভালোভাবে জানুন। এ বিষয়ে হযরত মাওলানা খাজাবাবা কুতুববাগী জাকির শাহ নকশবন্দী বলেন, এই পৃথিবী কারো থাকার জায়গা না, সবাইকে একদিন চলে যেতে হবে , অত্মাকে পরিশুদ্ধ করতে হবে,
নারায়ণগঞ্জ জেলার, বন্দর উপজেলায় কুতুববাগ দরবার শরীফে আপনারা দলে দলে যোগদান করে দ্বীনি এই সমাবেশকে সাফল্য মণ্ডিত করুন।