নারায়ণগঞ্জের বন্দরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু করেছে। মঙ্গলবার (১ ফেব্রæয়ারি) সকাল ১১ টায় উপজেলার মদনপুরে বোজন বিলাশ নামের একটি রেস্টুরেন্টের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় ওই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জড়িমানা করা হয় অনাদায়ে এক মাসের জেলের আদেশ দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রট বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাতেমাতুজ জোহরার নেতৃত্বে উচ্ছেদ অভিযানে তিতাস গ্যাস কর্তৃপক্ষসহ বিপুল সংখ্যক পুলিশ আইনশৃংখলাবাহিনী উপস্থিত ছিলেন।
তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক বিপনন ভিবাগের উপ মহা ব্যাবস্থাপক মোঃ সুরুজ আলম জানিয়েছেন, বন্দর উপজেলায় ১২টি অবৈধ গ্যাস সংযোগের স্পট চিহ্নিত করা হয়েছে। এই ১২ স্পটে ১৭ কিলোমিটার অবৈধ গ্যাসের সংযোগ নিয়ে প্রায় ৩০ হাজার অবৈধ গ্যাস সংযোগ রয়েছে বলে ধারনা করছে তিতাস কর্তৃপক্ষ।
তিনি জানিয়েছেন আজ (মঙ্গলবার) থেকে অভিযান শুরু করা হলো। এসব অবৈধ সংযোগ সম্পূর্ন বিচ্ছিন্ন করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযানে একটি রেস্টুরেন্ট একটি ইটভাটাসহ চারটি গ্রামে অবৈধ সংযোগ চেম্বার চাবি পাইপ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।
এসময় তিতাস গ্যাস নারায়ণগঞ্জ ডিভিশনের ডি এম ডি ইমাম উদ্দিন শেখ, তিতাস গ্যাস সোনারগাঁও জোনাল বিপপন অপিস ব্যাবস্থাপক প্রকৌশলী মেজবাউর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।