রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের বন্দরে ৪৫ কেজি গাঁজা ও ১৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র্যাব-৩ এর সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ পারভেজ (৩০), পিতা-মৃত ইসরাফিল, সাং-দশানি বানচা রামপুর, থানা ও জেলা-বি-বাড়ীয়া এবং মোঃ আঃ মালেক ওরফে মানিক (৫৫), পিতা-মৃত আঃ রশিদ, সাং-আশুলিয়া, থানা-লালমোহন, জেলা-বরিশাল।
এসময় তাদের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। শুক্রবার (৩০ জুলাই) দিবাগত রাতে বন্দরের নবীগঞ্জ বাসস্ট্যান্ড চৌরাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (৩১ জুলাই) সকালে র্যাব-৩ এর অতিরিক্ত পলিশ সুপার বীণা রানী দাস এ তথ্য জানান।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং ইয়াবা ট্যাবলেট ক্রয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে বলে জানায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।