
নারায়নগঞ্জ বন্দর উপজেলার মদনপুর ইস্ট টাউন এলাকায় অবস্থিত লাজিজ ফ্যাশন লিমিটেডের মহিলা শ্রমিক অসুস্থ হয়ে মারা যাওয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ। সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর আনুমানিক রাত ৭.৩০ ঘটিকার সময় রীনা(২৫) নামের মহিলা শ্রমিক সুইংয়ে কর্মরত ছিলেন। তাত্ক্ষণিক শ্রমিকের পরিচয় জানতে না পারলেও নরসিংদী জেলায় অবস্থিত। এসময় তিনি অসুস্থ হয়ে পড়লে কোম্পানির কর্মতর চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে হঠাৎ অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে মারা যান। এবং আরো ৫/৭ জন শ্রমিক অসুস্থ হয়ে আশেপাশের হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। তারই সূত্র ধরে অদ্য ০৩-১১-২৫ই সোমবার সকাল ৮টার সময় প্রতিষ্ঠানের সকল শ্রমিক একত্রিত হয়ে আন্দোলন করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক যান চলাচল বন্ধ করে দেন। দীর্ঘ ৪ ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় মদনপুরের দুই পাশের ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ২০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয় । ভোগান্তি পোহাতে হয় হাজার হাজার পরিবহনের যাত্রী। অবশেষে দীর্ঘ ৪ ঘন্টা পর বন্দর উপজেলা প্রশাশন, ইন্ড্রাস্টিয়াল পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের কর্মকর্তাদের হস্তক্ষেপে যান চলাচল চালু হয়।