বন্দরে মদনগঞ্জ পাওয়ার স্টেশনে অগ্নিকান্ড সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোন সংবাদ পাওয়া না গেলেও বন্দরে অধিকাংশ এলাকায় প্রায় ৬ ঘন্টা বিদুৎত সরবরাহ বন্ধ ছিল।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টায় উল্লেখিত পাওয়ার স্টেশনে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর ফাঁয়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়।
অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ ও মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুল্লাহ গনমাধ্যমকে জানিয়েছে, সার্কিট ব্রেকারে কারিগড়ি ত্রুটি কারনে পাওয়ার স্টেশনের ভিতরে প্রচুর ধোয়া উঠতে থাকে।
আমরা সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে এসে ধোয়া নিবারনের চেষ্টা চালাই। পরে রাত ৪ টায় পাওয়ার স্টেশনের ধোঁয়া নিয়ন্ত্রনে আসলে মদনগঞ্জ পাওয়ার স্টেশন কর্তৃপক্ষ পুনরায় বন্দরে বিদুৎত সরবরাহ শুরু করে।