নারায়ণগঞ্জের বন্দরের এক টং দোকান থেকে চোরাইকৃত ২’শ লিটার ডিজেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় চোরাই তেল নামানো কাজের ব্যবহারকৃত ৩টি প্লাস্টিকের পাইপ এবং তেল মাপার বিভিন্ন চুঙ্গা উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেফতার ৪জনকে করা হয়। গ্রেফতারকৃতরা হলো- রেজাউল করিম (৩৮), শিপন তৈয়ব (২১), আক্তার হোসেন (২০) ও শাকিল (১৬)।
শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দর থানাধীন ঢাকা –চিটাগাং মহাসড়কের উত্তর পাশের দেওয়ানবাগ দরবার শরিফের সামনে টিনের টং দোকানের ভিতর থেকে ওই চোরাইকৃত ডিজেল উদ্ধার করা হয়।
এদিকে, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে আনসারুল হক নামে এই চক্রের আরেক সদস্য।
এঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবি উপ-পরিদর্শক আরিফ শেখ বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৪ চোরাকারবারি ও পলাতক আসামী আনসারুল হকসহ অজ্ঞাত নামা ২/৩ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪৩(১২)২২। পরে গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে ওই মামলায় আদালতে প্রেরণ করেছে।